কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

হালাল উপার্জন ও হারাম বর্জন

হারাম জিনিসের চাষ, হারাম জিনিসের ব্যবসায় ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। এই হিসেবে কুকুর, শূকর, কুমিরের খামার, নেশাজাতীয় দ্রব্য যেমন- গাঁজা, মদের ব্যবসায় ইসলামে সম্পূর্ণ হারাম।
যৌতুক প্রথা : যৌতুক প্রথা জঘন্য অপরাধ। এটি কন্যাদায়গ্রস্ত ব্যক্তির প্রতি চরম জুলুম। সুতরাং যৌতুক হিসেবে নগদ টাকা কিংবা যেকোনো সম্পদ গ্রহণ ইসলাম কঠিনভাবে হারাম ঘোষণা করেছে। মহানবী সা: এ সম্পর্কে বলেন, ‘তোমরা তাদেরকে (নারীদেরকে) ধন-সম্পদের লোভে বিয়ে করো না, কেননা এটি তাকে অবাধ্য ও অনমনীয় বানাতে পারে; বরং তাদের দ্বীনদারি ও ধার্মিকতা দেখেই বিয়ে করবে।’ (বায়হাকি-১৩২৪৭)