কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

ফজরের নামাজের সুন্নাত আমল

দিনের শুরুতে সূর্য উঠার আগেই ফজর নামাজ পড়তে হয়। দুই রাকাত সুন্নাত ও দুই রাকাত ফরজে এ নামাজ সীমাবদ্ধ। ফজরের নামাজে কিছু সুন্নাত আমল রয়েছে। তাহলো-

১. ফজরের সুন্নত নামাজের কেরাত নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নাত নামাজের কেরাতে দুইটি সুরা পড়তেন। এ দুই সুরায় ফজরের সুন্নাত নামাজ পড়াও সুন্নাত। হাদিসে পাকে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজে সুরা আল-কাফিরুন এবং কুল হুওয়াল্লাহু আহাদ (সুরা ইখলাস) তেলাওয়াত করতেন। (মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)

২. ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ার পর একটি সুন্দর দোয়া পড়তেন। এ দোয়াটি পড়াও সুন্নাত। হাদিসে পাকে এসেছে-
হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে যখন সালাম ফিরিয়ে বলতেন-


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ :আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা ইলমান নাফিআ, ওয়া রিযক্বান ত্বায়্যিবা, ওয়া আমালাম-মুতাক্বাব্বালা।

অর্থ :হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান; পবিত্র জীবিকা এবং কবুল করা হয় এমন আমল প্রার্থনা করছি। (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

মুমিন মুসলমানের উচিত, ফজরের সুন্নাত নামাজের কেরাত ও ফরজ নামাজের সালাম ফেরানোর পর নবিজীর পড়া দোয়ার সুন্নাত আমল যথাযথভাবে মেনে চলা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজরের সুন্নাত আমল দুইটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।