Islamic News BD - The Lesson of Peace
হজযাত্রীদের ভ্রমণ কর মওকুফ
রবিবার, ০৪ জুন ২০২৩ ০১:০৮ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

দেশের এক জেলা থেকে আকাশপথে আরেক জেলায় যেতে প্রথমবারের মতো ২০০ টাকা ভ্রমণ করের প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে বিদেশ ভ্রমণের কর। তবে হজযাত্রীরা ভ্রমণ করে মাফ পাবেন। এ ছাড়া অন্ধ, ক্যান্সারে আক্রান্ত রোগী, পঙ্গু ব্যক্তিসহ বেশ কিছু জায়গায় কর না নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে আকাশপথে সার্কভুক্ত দেশের বাইরে ভ্রমণে তিন হাজার টাকা কর আছে। এটি বাড়িয়ে করা হয়েছে চার হাজার টাকা। তবে হজযাত্রীদের জন্য এই কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সার্কভুক্ত দেশ ভ্রমণে এক হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান ভ্রমণে কর যাত্রীপ্রতি চার হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।