Islamic News BD - The Lesson of Peace
জার্মানিতে পবিত্র কোরআনে আগুন দিলো এক দুর্বৃত্ত
বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৪:৩৪ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কোরআনে আগুন দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে তুর্কি মুসলিমদের সংগঠন ডিআইটিআইবি বলেছে, দক্ষিণ-পশ্চিম জার্মানিতে মসজিদের সামনে একটি কোরআন পুড়িয়ে ফেলা হয়েছে। 

ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাউল বোর্ন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে একজন গাড়ি চালক পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দিয়ে তা চলন্ত গাড়ির ভেতর থেকে মসজিদের সামনে ছুড়ে মেরেছে।

মসজিদ এসোসিয়েশনের পরিচালক ওসমান আদিবেলি এ সম্পর্কে বলেছেন, ৮ জুলাই শনিবার কোরআন অবমাননার এই ঘটনা ঘটেছে। ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা মসজিদের সামনে পবিত্র কোরআনের ওই কপি দেখতে পান। এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। একটি চলন্ত গাড়ি থেকে কোরআনে আগুন দিয়ে তা ছুড়ে ফেলা হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে গাড়ির নম্বর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ইতোমধ্যে এই ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।বিশ্বের মুসলমানদের পবিত্রতম গ্রন্থ হচ্ছে এ কোরআন। এই ঐশী গ্রন্থকে অবমাননার অর্থ হচ্ছে বিশ্বের সব মুসলমান তথা মানবতাকে অপমান করা। এর আগে পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে

ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাউল বোর্ন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

একজন গাড়ি চালক পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দিয়ে তা চলন্ত গাড়ির ভেতর থেকে মসজিদের সামনে ছুড়ে মেরেছে।

মসজিদ এসোসিয়েশনের পরিচালক ওসমান আদিবেলি এ সম্পর্কে বলেছেন, ৮ জুলাই শনিবার কোরআন অবমাননার এই ঘটনা ঘটেছে। ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা মসজিদের সামনে পবিত্র কোরআনের ওই কপি দেখতে পান। এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। একটি চলন্ত গাড়ি থেকে কোরআনে আগুন দিয়ে তা ছুড়ে ফেলা হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে গাড়ির নম্বর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ইতোমধ্যে এই ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

বিশ্বের মুসলমানদের পবিত্রতম গ্রন্থ হচ্ছে এ কোরআন। এই ঐশী গ্রন্থকে অবমাননার অর্থ হচ্ছে বিশ্বের সব মুসলমান তথা মানবতাকে অপমান করা।

এর আগে পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

সূত্র : ইয়েনি শাফাক, প্রেস টিভি