Islamic News BD - The Lesson of Peace
মসজিদুল আকসায় জুমার নামাজের ৫০ হাজার মুসল্লি
রবিবার, ২৩ জুলাই ২০২৩ ০০:০৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় হিজরি নববর্ষের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত জুমার নামাজে ইসরায়েলি দখলদার বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে ৫০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জুমার নামাজ পড়িয়েছেন মসজিদুল আকসার খতিব শায়খ মুহাম্মদ হুসাইন। 

জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, নতুন হিজরি সনের প্রথম জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। জেরুজালেম ও অন্যান্য স্থান থেকে আগত ৫০ হাজারের বেশি মুসল্লি জুমার নামাজ পড়েছেন। ফিলিস্তিনিদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। 

জুমার খুতবায় শায়খ হুসাইন উপস্থিত মুসল্লিদের মসজিদে অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মসজিদুল আকসা রক্ষার দায়িত্ব সব মুসলিমের। পবিত্র এ ভূমি দখলের জন্য ফিলিস্তিন জাতির বিরুদ্ধে ইসরায়েল সব ধরনের হীন ষড়যন্ত্র করে যাচ্ছে। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে মুরাবিতদের এখানে অবস্থান করতে হবে। তাহলে ফিলিস্তিনের পবিত্র এ স্থানের বিজয় নিশ্চিত হবে। 

সূত্র : দি প্যালেস্টাইন ইনফরম্যাশন সেন্টার