Islamic News BD - The Lesson of Peace
নুসাইবা দুবাই কোরআন প্রতিযোগিতায় সপ্তম বাংলাদেশের নুসাইবা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৭ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

দুবাইয়ে সপ্তমবারের মতো নারী হাফেজদের শাইখা ফাতেমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সপ্তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নুসাইবা হক ফাইজা। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ের আল-মামজার এলাকার কালচারাল থিয়েটার হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগীদের পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। 

প্রতিযোগীদের মধ্যে শাইখা ফাতেমা বিনতে মুবারকের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন শাইখা হিসাহ বিনতে মাকতুম বিন জামআহ আলে-মাকতুম, আল-নাহদা উইমেনস অ্যাসোসিয়েশনের প্রধান শাইখা আমিনা বিনতে হুমাইদ আল-তায়েরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমিরাতের বার্তা সংস্থা ওয়াম সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ১৬ সেপ্টেম্বর দুবাইয়ে শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সপ্তম পর্ব শুরু হয়। প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জর্দানের সুনদুস সায়িদ, দ্বিতীয় স্থান অধিকার করেন বাহরাইনের আমাতুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন আলজেরিয়ার ইয়াসমিন ওয়ালাদ দালি, ইন্দোনেশিয়ার মাসলাহা জামালুদ্দিন ও ইয়েমেনের আসমা আবদুর রহমান। 

ষষ্ঠ স্থান অধিকার করেন সেনেগালের আনদি বুসু। সপ্তম স্থান অধিকার করেন বাংলাদেশের নুসাইবা হক ফাইজা ও ক্যামেরুনের আয়েশা হুমাইদ। নবম স্থান অধিকার করেন তানজানিয়ার সুমাইয়া আলি এবং দশম স্থান অধিকার করেন যথাক্রমে ফিনল্যান্ডের সামিরা নুর ও উগান্ডার নাবিলা।

জানা যায়, নুসাইবা হক ফাইজা রাজধানীর ওয়ারীর সাউদা বিনতে জামআহ (রা.) বালক-বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম মাওলানা এহসানুল হক জিলানী তার বাবা। নুসাইবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোহাগপুর। সে গত ২ আগস্ট ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।