Islamic News BD - The Lesson of Peace
রোগমুক্তির জন্য কোরআনের ৬ আয়াতে শিফা
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৩:১৪ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

সুস্থতা সর্বাবস্থায় আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান রোগ দান করেন, যাকে চান সুস্থতা দান করেন। তবে সুস্থ থাকার জন্য আমাদের নিজেদেরও চেষ্টা থাকতে হবে। সাধ্যের মধ্যে উত্তম খাবার খেতে হবে। ক্ষতিকর খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। রাসুল (সা.) সুস্থতাকে ইমানের পর সবচেয়ে বড় নেয়ামত বলেছেন। এই নেয়ামতকে মূল্য দিতে হবে।কোনো রোগ হলে রাসুলের (সা.) সুন্নত হলো জাগতিক চিকিৎসা গ্রহণ করা, ওষুধ সেবন করা। যে কোনো রোগ হলে আমাদেরও প্রথম কর্তব্য সাধ্যের মধ্যে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি আল্লাহর রহমত ও তার পক্ষ থেকে সুস্থতার জন্য কোরআনের বিভিন্ন আয়াত ও সুরা পড়া যায়। হাদিসে এসেছে সুরা ফাতেহায় শিফা বা আরোগ্য রয়েছে। সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস ও আয়াতুল কুরসিও পড়া যায় আরোগ্যের জন্য।

এ ছাড়া কোরআনের কিছু আয়াতে শিফা বা আরোগ্য শব্দটি উল্লিখিত রয়েছে। আরোগ্যের আশায় এই আয়াতগুলোও আমরা পড়তে পারি।

কোরআনের ৬টি আয়াতে শিফা (১) وَیَشۡفِ صُدُوۡرَ قَوۡمٍ مُّؤۡمِنِیۡنَ উচ্চারণ: ওয়া ইয়াশফি সুদূরা কাওমিম মুমিনীন
অর্থ : আল্লাহ মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত করবেন। (সুরা তাওবা: ১৪)

(২)
یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَتۡکُمۡ مَّوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ ۬ۙ وَہُدًی وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ উচ্চারণ: ইয়া আইয়ূহান্না-ছুকাদ জাআতকুম মাও‘ইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমাফিসসুদূ রি ওয়াহুদাওঁ ওয়া রাহমাতুল লিলমুমিনীন।
অর্থ: হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। (সুরা ইউনুস: ৫৭)

(৩)
یَخۡرُجُ مِنۡۢ بُطُوۡنِہَا شَرَابٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہٗ فِیۡہِ شِفَآءٌ لِّلنَّاسِ উচ্চারণ:ইয়াখরুজুমিম বুতূনিহা-শারা-বুম মুখতালিফুন আলওয়া-নুহূফীহি শিফাউললিন্না-ছি
অর্থ: তার পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য আছে আরোগ্য। (সুরা নাহল: ৬৯)

(৪)
وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ উচ্চারণ: ওয়া নুনাঝঝিলুমিনাল কুরআ-নি মা হুওয়া শিফাউওঁ ওয়া রাহমাতুল লিলমুমিনীনা
অর্থ: আমি অবতীর্ণ করি কোরআন, যা মুমিনদের জন্যে আরোগ্য ও রহমত। (সুরা বনী ইসরাইল: ৮২)

(৫)
وَاِذَا مَرِضۡتُ فَہُوَ یَشۡفِیۡنِ

উচ্চারণ: ওয়া ইযা-মারিদতুফাহুওয়া ইয়াশফীন।
অর্থ: এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন। (সুরা শুআরা: ৮০)

(৬)
قُلۡ ہُوَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ہُدًی وَّشِفَآءٌ উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফা
অর্থ: বলো, মুমিনদের জন্যে এটা পথনির্দেশ ও ব্যাধির প্রতিকার। (সুরা হা-মীম সাজদা: ৪৪)