ইসলাম পরিশ্রমী ও কর্মবীর মানুষদের পছন্দ করে। কর্মবিমুখ ও পরনির্ভর মানুষদের ইসলাম পছন্দ করে না। এ জন্য মুমিনদের নিজ নিজ কর্মে দক্ষতা অর্জন করতে নানাভাবে উৎসাহিত করেছে। কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি তুলে ধরা হলো।