Islamic News BD - The Lesson of Peace
জুতো পরে জানাজার নামাজ পড়া কি নাজায়েজ?
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

জানাজার নামাজ যেহেতু মসজিদের বাইরে পড়ার নিয়ম, তাই জানাজার নামাজে অনেক সময় মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন পড়ে। এ সময় মুসল্লিরা জুতো পরে নামাজে দাঁড়াবেন, জুতো খুলে তার ওপর দাঁড়াবেন নাকি জুতো পাশে রেখে মাটিতে দাঁড়াবেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান। অনেকে ভাবেন জুতো পরে দাঁড়ালে নামাজ হবে না।মূলত বিধান হলো, জুতো পরে নামাজে দাঁড়ানো জায়েজ। দাঁড়ানোর জায়গা ও জুতো নিচের অংশসহ পবিত্র হলে জুতো পরে জানাজা পড়া শুদ্ধ হবে। কিন্তু জানাজার নামাজসহ যে কোনো নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেহেতু পোশাক ও নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি, তাই দাঁড়ানোর জায়গা ও জুতোর নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকলে জুতো পরে নামাজে দাঁড়ানো যাবে না। জুতোর ওপরের অংশ পবিত্র হলে জুতো খুলে জুতোর ওপর দাঁড়ানো যেতে পারে।সাধারণত বাইরের জুতো পরে মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় যায়, তাই জুতোর নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকে। মসজিদের বাইরের মাটিও অপবিত্র হওয়ার আশংকা রয়েছে। তাই সতর্কতার জন্য জুতো খুলে তার ওপর দাঁড়ানোই সমীচীন।