Islamic News BD - The Lesson of Peace
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে হামাসের জনপ্রিয়তা বেড়েছে তিন গুণ
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ০০:৫৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জনপ্রিয়তা বেড়েছে তিন গুণ। এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনের সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারে প্রভাব রাখা ফাতাহ দলের জনসমর্থন কমে এসেছে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি। সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি প্রকাশিত ফিলিস্তিনের সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এর এক জরিপে দেখা গেছে, গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে হামাসের সমর্থন তিন গুণ বেড়েছে। হামাসের পক্ষে পশ্চিম তীরের প্রায় ৪৪ শতাংশ ফিলিস্তিনি ভোট দিয়েছে। আর গাজা উপত্যকায় হামাসের পক্ষে ভোট পড়েছে প্রায় ৪২ শতাংশ। অন্যদিকে ফিলিস্তিনের তুলনামূলক উদারপন্থী দল ফাতাহর সমর্থন ব্যাপকভাবে কমেছে ফিলিস্তিনিদের কাছে। মাত্র ১৭ শতাংশ মানুষ ফাতাহর পক্ষে ভোট দিয়েছে। এই জরিপ থেকে আরেকটি বিষয় উঠে এসেছে। তা হলো গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলা চালানোর পর পশ্চিম তীরে সশস্ত্র যুদ্ধের পক্ষেও ফিলিস্তিনিদের সমর্থন বেড়েছে। গত বছরের ৭ অক্টোবর হঠাৎ করেই ইসরাইলের ওপর হামলা চালায় দীর্ঘদিন থেকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করে আসা সশস্ত্র দল হামাস। এরপর হামাসের ওপর সর্বশক্তি নিয়োগ করে হামলা চালানো শুরু করে ইসরাইল। ফিলিস্তিনের আবাসিক ভবন, হাসপাতালসহ পুরো গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করে ইসরাইল। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচার ও হামলা বন্ধে বিশ্বাবসীর আহবান উপেক্ষা করে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজারেরও বেশি। যাদের বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। আল-জাজিরা।