Islamic News BD - The Lesson of Peace
কুরআন ও সুন্নাহর তাওবাহ কবুলের শর্তাবলি
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩:২৮ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

কুরআন  সহীহ সুন্নাহর আলোকে আলেমগণ তাওবাহ কবুলের জন্য নিম্নের শর্তাবলি আরোপ করেছেন-

গুনাহ পরিত্যাগ করতে হবে।

গুনাহের জন্য লজ্জিত  অনুতপ্ত হতে হবে।

.   পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হব।

.  আর মানুষের হক নষ্ট করলে বা কাউকে কষ্ট দিলে অবশ্যই সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। কোনো জিনিস চুরি করলে তা ফেরত দিতে হবে। নতুবা তাওবাহ শুদ্ধ হবে না।

যদি উল্লিখিত কোনো একটি শর্ত পূরণ না করেই তাওবাহ করা হয় তাহলে সেই তাওবাহ কবুল হবে না ।