Islamic News BD - The Lesson of Peace
এন্ডোস্কপি করলে কি রোজা ভেঙে যায়?
শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৭:৩৬ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

এন্ডোস্কপি হলো চিকন একটি পাইপ পাকস্থলিতে ঢুকিয়ে বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা। এন্ডোস্কপি করার সময় যদি নলের সাহায্যে পাকস্থলিতে পানি বা ওষুধ না ঢোকানো হয়, তাহলে শুধু পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে না।এন্ডোস্কপির সময় পাকস্থলিতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু ঢোকানো হলে রোজা ভেঙে যাবে। এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের মাথায় লাগানো বাল্ব অনেক সময় ঘোলাটে হয়ে যায় এবং পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এ রকম হলে পাকস্থলিতে পানি ঢোকার কারণে রোজা ভেঙে যাবে। তাই যারা এন্ডোস্কপি করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে পাকস্থলিতে পানি বা ওষুধ ঢোকানোর প্রয়োজন হয়েছে কি না।এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে।রমজান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করা উচিত, যেন রোজার ক্ষতি না হয়।