পবিত্র রমজান মাসের শেষ দশকে শুরু হয়েছে ইতিকাফ। এ সময় সারা বিশ্বের সব মসজিদে অবস্থান করেন রোজাদার মুসলিমরা, বিশেষত সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ভিড় করে অনেকে। এ সময় পবিত্র মসজিদুল হারামে অবস্থান করছে ১৫ লাখের বেশি মুসল্লি। তারা তারাবি, কিয়ামুল লাইলসহ (তাহাজ্জুদের নামাজ) বিভিন্ন ইবাদতে নিমগ্ন থেকে সময় কাটাচ্ছেন।
অনেকে পবিত্র ওমরাহ পালন করছেন। গতকাল শনিবার ২৭ মার্চ থেকে পবিত্র দুই মসজিদে নিবন্ধনের মাধ্যমে হাজার হাজার মুসল্লি ইতিকাফ শুরু করে। পবিত্র মসজিদুল হারামে আধ্যাত্মিক আবহে মুসল্লিদের নামাজ সম্পন্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কাবাঘর তাওয়াফ, মসজিদ প্রাঙ্গণ ও হারামাইনের প্রবেশপথগুলোতে ভিড় নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হয়।
এরই মধ্যে দুই মসজিদে রমজানের প্রথম দুই দশকের পর তৃতীয় দশকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। এদিকে মুসল্লিদের যাতায়াত সুনিশ্চিত করতে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের সমন্বয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা কাজ করছে। প্রতিদিন ২৪ ঘণ্টা মসজিদুল হারামের পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছেন চার হাজারের বেশি কর্মচারী। দুই শতাধিক কর্মকর্তার তত্ত্বাবধানে তাঁরা এসব কাজ সম্পন্ন করছেন। এ সময় তাঁরা তিন হাজার ৫১৬টি টয়লেট, ৯ হাজার ১৫৫টি জমজম পানির কনটেইনার, মসজিদ প্রাঙ্গণে ৩৫ হাজারের বেশি নতুন কার্পেট, তিন হাজার হ্যান্ড কার্টস, দুই হাজার বৈদ্যুতিক গাড়ি ও ছয় হাজার ভেহিকল পুশার রক্ষণাবেক্ষণে কাজ করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
সূত্র : সৌদি গেজেট