Islamic News BD - The Lesson of Peace
Piri Reis আধুনিক পুর্নাঙ্গ বিশ্ব-মানচিত্র অঙ্কনকারী মুসলিম ভূগোলবিদ আহমদ মহিউদ্দীন পিরি রেইস
বুধবার, ০১ মে ২০২৪ ০১:৩৯ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

পুরা নাম আহমদ মহিউদ্দীন পিরি রেইস। তিনি পিরি রেইস নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন একজন উসমানীয় সামরিক প্রশাসক, যোগাযোগবিদ, মধ্যযুগীয় ভূগোলবিদ এবং মানচিত্রাঙ্কনবিদ। পিরি রেইস আনুমানিক ১৪৬৫ সালে ইস্তাম্বুল নগরীর পশ্চিমাঞ্চল গ্যালিপোলিতে জন্মগ্রহণ করেন। মর্মর সাগরের উপকূলের এই শহরটি তখন অটোমান (১২৯৯-১৯২৪) সাম্রাজ্যের প্রধান নৌঘাঁটি ছিল। অটোমান সাম্রাজ্যের শায়খুল ইসলাম আহমদ বিন কামাল পাশার মতে, "গ্যালিপোলির অধিবাসীরা কুমিরের মতো নিজেদের পুরো জীবন সমুদ্রে অতিবাহিত করে। নৌযানগুলোই যেন তাদের পরিবার। সাগর ও জাহাজের মধ্যে তারা দিন-রাত অতিবাহিত করে"।

পিরি রেইস তার মানচিত্র ও তালিকার সংকলনের বই কিতাব-ই বাহরিই (পরিচালনাবিদ্যা সম্পর্কিত পুস্তক) জন্য বর্তমানে সমধিক পরিচিত। এতে তিনি সেই সময়ের পরিচিত বিশ্বের জন্য একটি আধুনিক মানচিত্র অঙ্কন করেছিলেন। যেটি "পিরি রেইসের মানচিত্র" নামে পরিচিত। এতে তিনি সাহারাকে কেন্দ্র করে ১৫১৩ সালে একটি পুর্নাঙ্গ বিশ্ব-মানচিত্র অঙ্কন করেন।

তাঁর মানচিত্রটি ছিলো হরিণের চর্মে অঙ্কিত। তাঁর অঙ্কিত মানচিত্রের প্রায় এক তৃতীয়াংশ পাওয়া গেছে। ফলে বিভিন্ন বর্ণনায় এর মাপ বিভিন্ন রকম উল্লেখ হয়েছে। কারো মতে এটা, ৯০ সে.মি. × ৬৩ সে.মি., আবার কারো মতে, ৮৬ সে.মি. × ৬০ সে.মি., কারো মতে, ৯০ সে.মি. × ৬৫ সে.মি., কারো মতে, ৮৫ সে.মি. × ৬০ সে.মি., কারো মতে, ৮৭ সে.মি. × ৬৩ সে.মি., এবং কারো মতে, ৮৬ সে.মি. × ৬২ সে.মি.।

এতে ইউরোপ এবং উত্তর আফ্রিকার পশ্চিম উপকূল এবং ব্রাজিলের উপকূলকে নির্ভুলতার সাথে চিত্রায়িত করা হয়েছে। আজোরেস যা বর্তমান পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ক্যানারি যা বর্তমান স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল। এইসব দ্বীপপুঞ্জসহ বিভিন্ন আটলান্টিক দ্বীপ, যেমন টিলিয়া এবং পৌরাণিক দ্বীপ হিসাবে সেখানে একটি অংশ চিত্রিত করা হয়েছে। যাকে বর্তমানে "জাপান" বলে মনে করা হয়। এই মহান ব্যক্তি ১৫৫৪ সালে মৃত্যুবরণ করেন।