Islamic News BD - The Lesson of Peace
বন্যায় নিহত ব্যক্তিরা কি শহীদের মর্যাদা পাবেন?
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ ১৫:২৪ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

মুমিন ব্যক্তি পানিতে ডুবে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। তাই বন্যায় পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তিরাও শহীদের মর্যাদা লাভ করবে। পানিতে ডুবে মারা যাওয়া সহ আরও কিছু রোগে বা দুর্ঘটনায় কষ্ট পেয়ে মারা যাওয়া ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে বলে ঘোষণা করেছেন রাসুল (সা.)।

জাবের ইবনে আতিক (রা.) আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়া আরও সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। তারা হলো:

১. প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়

২. পানিতে ডুবে যে মারা যায়

৩. প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়

৪. পেটের রোগে যে মারা যায়

৫. আগুনে পুড়ে যে মারা যায়

৬. কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়

৭. যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। (সুনানে আবু দাউদ: ৩১১৩)

ইসলামের জন্য রক্তদানকারী শহীদের সঙ্গে এভাবে শহীদের মর্যাদা লাভকারীদের পার্থক্য হলো দুনিয়াতে তাদের গোসল ও জানাজা সবই হবে। শহীদদের মতো তাদেরকে গোসল ছাড়া সমাহিত করা হবে না।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হল পাঁচ ব্যক্তি; প্লেগরোগে মৃত, পেটের রোগে মৃত, পানিতে ডুবে মৃত, দেওয়াল চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে লড়াই করে নিহত ব্যক্তি। (সহিহ মুসলিম: ৫০৪৯)

সাঈদ বিন যায়েদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ এবং যে নিজের দীন রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। (সুনানে আবু দাউদ: ৪৭৭৪)