Islamic News BD - The Lesson of Peace
তাড়াহুড়ার দোয়া কবুল হয় না
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace


হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূল সা: বলেছেন, বান্দার (প্রতিটি) দোয়া কবুল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দোয়া করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লøাহর রাসূল সা: তাড়াহুড়া কি? তিনি বলেন, (দোয়া করে) এমনভাবে বলা যে, আমি (এই) দোয়া করছি, আমি (তার জন্য) দোয়া করছি কিন্তু আমার দোয়া তো কবুল হতে দেখছি না। এরপর সে নিরাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়।
-(মুসলিম-২৭৩৫, মিশকাতুল মাসাবিহ-২২২৭)