Islamic News BD - The Lesson of Peace
হজ গাইড নিয়োগে আবেদনের সময় ২০ নভেম্বর ২০২৪
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ০১:১৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

আগামী বছর (২০২৫) সরকারি মাধ্যমে যাওয়া হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। হজ গাইড পদে আবেদন করার সময়সীমা শেষ হবে আগামী ২০ নভেম্বর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিগণ শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।