Islamic News BD - The Lesson of Peace
সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ০০:৩১ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ মালয়েশিয়ার সেলানগরে এ মসজিদের অবস্থান। এটি দেশটির বৃহত্তম মসজিদ। সেখানে মিসরের এক ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি খোদাই করা আছে। মসজিদটির জানালার কাচগুলোও দৃষ্টিনন্দন। ইস্পাতের আবরণে ঢাকা এর গম্বুজগুলোয় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে।

এ মসজিদে একসঙ্গে ২৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।