Islamic News BD - The Lesson of Peace
খাওয়ার পর যে দোয়ায় গুনাহ মাফ হয়
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২০ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণেও আল্লাহর রাসুল (সা.)-এর সুন্নত রয়েছে। খাবারের পর যে দোয়ায় গুনাহ মাফ হয় তা নিম্নে তুলে ধরা হল-

দোয়াটি হলো (আরবি) : الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জাত ত্ব আমা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ।

অর্থ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন- আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।

সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তার পিতা সুত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব অপরাধ ক্ষমা করা হয়। (তিরমিজি, হাদিস : ৩৪৫৮)।