Islamic News BD - The Lesson of Peace
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ হুমাইরা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ ২৩:৩২ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

নীলনদ আর পিরামিডের দেশ মিশরের রাজধানী ‘প্রশাসনিক কায়রো’তে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হুমাইরা মাসউদ নামের এক তরুণী।

মিশরে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মাঝে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির ‘গ্র্যান্ড মসজিদে’ অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফলে দ্বিতীয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ঘোষণা করা হয় বাংলাদেশি তরুণী হুমাইরার নামটিও। হাফেজ হুমাইরা অনারবদের জন্য নির্ধারিত গ্রুপটিতে পঞ্চমস্থান অধিকার করে পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ মিশরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকা। এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান তরুণী ফাতেমা আবু বকর পেয়েছেন ছয় লাখ মিশরীয় পাউন্ড বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা। 

বিজয়ী হুমায়রার হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. ওসামা আল-আজহারী। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়রোর গভর্নর ড. ইব্রাহিম সাবের, সাবেক মুফতি ড. শাওকি আল্লাম, সুদানের সাবেক ওয়াক্ফ মন্ত্রী ড. মো. মুস্তফা আল-ইয়াকুতি, প্রতিযোগিতার বিচারকরা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৌরবী গ্রামের মাসুদ আজীজ এর কন্যা ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।