Islamic News BD - The Lesson of Peace
এটাপ সেন্টারে বিভিন্ন জাতির অপূর্ব সম্মেলন ঘটে ভিয়েনার ইফতারে
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২২:০৫ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা এশিয়ান ইসলামিক কমিউনিটি এর উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টে লাক্সারিয়াস এটাপ সেন্টারে মঙ্গলবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আফগান বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় ব্রিটিশ তরুণ হাফেজ সামির গাফারির সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলটি শুরু হয়।

এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাসিমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান প্রফেসর আদিস সান্ডিস, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ডঃ মিকায়েল লুডভিগের প্রতিনিধি ইরাকি বংশোদ্ভূত অস্ট্রিয়ান ইঞ্জিনিয়ার ওমর আল রাবী, ভিয়েনাস্থ বাংলাদেশি রাষ্ট্রদূতের প্রতিনিধি তানভীর আহমেদ তরপদার।