Islamic News BD - The Lesson of Peace
ফজরের নামাজ আদায়ের সময় সূর্যোদয় হলে নামাজ হবে?
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ ১৫:০৫ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

সূর্যোদয়, সূযাস্ত ও ঠিক মধ্যাহ্নের সময় নামাজ আদায় করা নিষিদ্ধ। এ তিন সময়ে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। এ সময়গুলোতে তিলাওয়াতের সিজদা ও জানাজার নামাজ আদায় করা থেকেও বিরত থাকতে হবে।যায়েদ ইবনে খালেদ জুহানী (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাাল্লাম) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে উপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)

ফজরের সময় থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় শুরু হয়ে যাওয়ার পর সব নামাজের মতো ওই দিনের ফজরের নামাজ আদায় করাও নিষিদ্ধ হয়ে যায় এবং সূর্য পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকে। ওলামায়ে কেরামের মতে এ সময়ের ব্যাপ্তি ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় নিষিদ্ধ থাকে।এ সময় ফজরের ফরজ নামাজসহ যে কোনো নামাজ পড়লে তা আদায় হবে না। এ সময় ওই দিনের ফজরের নামাজ পড়লে পরবর্তীতে আবার তা পড়তে হবে। যদি সূর্যোদয়ের আগে ফজরের নামাজ শুরু করার পর নামাজরত অবস্থায় সূর্য উদিত হয়ে যায় তবে সেটিও পরবর্তীতে কাজা করে নিতে হবে।

সূর্যাস্তের সময় ওই দিনের আসরের নামাজ শুদ্ধ হবে

আসরের ফরজ নামাজ পড়ার পর থেকে সূর্য নিষ্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয় এবং সূর্য হলুদ ও নিষ্প্রভ হয়ে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজা, নফল, জানাজাসহ অন্যান্য নামাজ পড়া নিষিদ্ধ যেমন আমরা ওপরে উল্লেখ করেছি।তবে সূর্য নিষ্প্রভ ও হলুদ হয়ে যাওয়ার পর এমন কি সূর্যাস্তের সময়ও ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ। যদি কোনো সমস্যার কারণে দেরি হয়ে যায়, আদায় করা না হয়, তাহলে সূর্য হলুদ হয়ে যাওয়ার পর আসরের নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে। আসরের নামাজ আদায় করার সময় সূর্য অস্তমিত হলেও আসরের নামাজ শুদ্ধ হবে এবং তা কাজা করতে হবে না।কারও যদি কাজা নামাজ থাকে, তাহলে তিনি আসরের নামাজের পর থেকে সূর্য হলুদ ও নিষ্প্রভ হয়ে যাওয়া পর্যন্ত কাজা নামাজ আদায় করতে পারবেন। এ সময় নফল নামাজ আদায় করা মাকরুহ হলেও কাজা নামাজ আদায় করা মাকরুহ নয়।