Islamic News BD - The Lesson of Peace
স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ০১:৩৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

স্পেনের কর্ডোভায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ-ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডের পর পুনরায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। নগরীর মেয়র জানিয়েছেন, আগুনে স্থাপনাটির ক্ষতি সীমিত আকারে হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের শিখা ও ধোঁয়া স্পষ্ট দেখা যায়। প্রতি বছর প্রায় ২০ লাখ পর্যটক এই বিশ্ব ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যকীর্তি পরিদর্শনে আসেন।

মেয়র হোসে মারিয়া বেলিদো স্প্যানিশ পাবলিক টেলিভিশনকে জানান, আগুন পুরো মসজিদ-ক্যাথেড্রাল ধ্বংস করে দিতে পারত, তবে ক্ষয়ক্ষতি মূলত একটি চ্যাপেলে সীমাবদ্ধ ছিল।

সেখানে ছাদ সম্পূর্ণ ধসে পড়ে এবং আশপাশের দুটি চ্যাপেলে ধোঁয়ার কারণে বেদি ও শিল্পকর্ম আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মোট প্রায় ৫০–৬০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।