Islamic News BD - The Lesson of Peace
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ০১:৩৯ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

অনেকেই পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক। মূলত, লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে। লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে। প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।

হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার মনস্তাত্বিক পরিবর্তন আসে।  লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ।

তার দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি। কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা। বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।

সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়।