Islamic News BD - The Lesson of Peace
আগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ ১৬:০৩ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হওয়ার আভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।প্রাথমিক গণনার ভিত্তিতে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রমজান মাসের চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টা ১ মিনিটে।এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদটি সূর্যাস্তের এক মিনিট পরেই অস্ত যাবে। ফলে সেদিন সন্ধ্যায় চাঁদটি দৃশ্যমান হবে না। এ হিসাবে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।আল জারওয়ান বলছেন, এবার রোজা শুরু হতে পারে ১২ ঘণ্টা ৪৬ মিনিট উপোস থাকার মধ্য দিয়ে। এটা বাড়তে বাড়তে রমজান মাসের শেষে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে গিয়ে ঠেকবে।

তিনি বলেন, এবার রোজায় দিনের আলোর ব্যাপ্তি শুরুতে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট। সেটা বাড়তে বাড়তে ঠেকবে ১২ ঘণ্টা ১২ মিনিটে।এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির হিসাবে, রোজার মাসের শুরুর দিকে আবু ধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।প্রতিবছর রোজা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে, যেটা নিশ্চিত হওয়া যায় শাবান মাসের ২৯ তারিখ পর্যবেক্ষণ করার পর।প্রতিটি দেশের ধর্ম মন্ত্রণালয় ও চাঁদ দেখা কমিটি নিজস্ব পদ্ধতি অবলম্বন করে রোজা শুরুর ঘোষণা দিয়ে থাকে।ইসলামিক বর্ষপঞ্জির হিসাব হয় চাঁদের চক্র অনুসরণ করে, যেখানে প্রতি মাসের গণনা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে।সৌর মাসের চেয়ে চন্দ্র মাসের ব্যাপ্তি কম হওয়ায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে প্রতিবছর রোজা ১০ থেকে ১১ দিনের মত এগিয়ে আসে।সেই হিসাবে ৩৩ বছরের একটি চক্রে সব মাসেই রোজা রাখার সুযোগ মেলে মুসলমানদের।