Islamic News BD - The Lesson of Peace
দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়?
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৩১ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

প্রশ্ন: দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়? এক টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হলে কি বিয়ে শুদ্ধ হয়?

উত্তর: ইসলামি শরিয়ত অনুযায়ী দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হলো ১০ দিরহাম, যা ৩০.৬১৮ গ্রাম খাঁটি রুপার সমতুল্য। বিয়ের সময় রুপার বাজারমূল্যের ভিত্তিতে এই পরিমাণ রুপার দাম যত টাকা হবে, সেটিই টাকায় দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হিসেবে গণ্য হবে।বিয়েতে এই পরিমাণ অর্থাৎ দশ দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণ করা বৈধ নয়। তাই এক টাকা বা এর চেয়ে কম যে কোনো পরিমাণ দেনমোহর নির্ধারণ করা শরিয়তসম্মত হবে না, এমন কি স্ত্রী মেনে নিলেও তা গ্রহণযোগ্য নয়।

যদি কোনো বিয়ে এক টাকা বা দশ দিরহামের চেয়ে কম যে কোনো পরিমাণ দেনমোহর উল্লেখ করে পড়ানো হয়, তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। কিন্তু শরিয়তের বিধান অনুযায়ী স্বামীর ওপর দেনমোহর হিসেবে এক টাকা বা ওই কম পরিমাণ নয়, বরং মোহরের সর্বনিম্ন পরিমাণ অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম খাঁটি রুপা বা তার মূল্য পরিশোধ করা ফরজ হবে।দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত নেই। তাই দশ দিরহামের মূল্যের বেশি যে কোনো পরিমাণ টাকা বা সম্পদ মোহর হিসেবে নির্ধারণ করা যেতে পারে।

ইসলামে মোহরের পরিচয় ও গুরুত্বপূর্ণ কিছু বিধান

ইসলামে বিয়ের দেনমোহর স্ত্রীর জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত অধিকার। স্ত্রীর পরিবার থেকেও কেউ দেনমোহর বাতিল করতে পারে না। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ না করলেও মোহরে মিসিল বা স্ত্রীর সমান সামাজিক মর্যাদার অন্য নারীদের স্বাভাবিক দেনমোহর তাকে দেওয়া ফরজ হয়ে যায়।বিয়ের দেনমোহর পরিশোধ করা স্বামীর ওপর ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমরা নারীদেরকে উপহার হিসেবে তাদের মোহর দিয়ে দাও, তারপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খেতে পার। (সুরা নিসা: ৪)

দেনমোহর স্ত্রীর পাওনা যা সে চাইলে পুরোপুরি বা আংশিক ক্ষমা করে দিতে পারে।বিয়ের আকদের সময় যে দেনমোহর নির্ধারণ করা হয়, আকদের পর স্বামী-স্ত্রী উভয়ে চাইলে তা বৃদ্ধি করতে পারে। স্ত্রী যদি দেনমোহর বৃদ্ধির অনুরোধ করে এবং স্বামী স্বতস্ফূর্তভাবে তাতে রাজি হয়, তাহলে ওই বর্ধিত অংকও মোহরের সাথে যুক্ত হয়ে যায় এবং তা আদায় করাও ওয়াজিব হয়ে যায়।যেমন বিয়ের আকদের সময় দেনমোহর হিসেবে যদি চার লক্ষ টাকা নির্ধারণ করা হয়, বিয়ের পর স্ত্রী দেনমোহর বাড়ানোর দাবি করলে স্বামী তাতে সম্মত হয়ে ছয় লক্ষ টাকা নির্ধারণ করে, তাহলে মোহর হিসেবে ছয় লক্ষ টাকাই আদায় করতে হবে।দেনমোহর নারীর মূল্য নয় বরং একটি উপহার যা স্বামীর আগ্রহের প্রমাণ বহন করে। কোরআনের আয়াতেও উপহার বলে স্পষ্ট করা হয়েছে যে এটা নারীর মূল্য বা বিনিময় নয়। একইসাথে কোরআনে দেনমোহর স্ত্রীকে দেওয়ার নির্দেশ দিয়ে বোঝানো হয়েছে দেনমোহরের মালিক হবে স্ত্রী, তার পরিবার বা অভিভাবকরা নয়। স্ত্রীর ইচ্ছে হলে দেনমোহরে ছাড়ও দিতে পারে।