Islamic News BD - The Lesson of Peace
অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি?
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৫:৪১ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

প্রশ্ন: অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি?

উত্তর: মুখস্ত কোরআন তিলাওয়াতের জন্য গোসল থাকা আবশ্যক হলেও অজু থাকা আবশ্যক নয়। অজু না থাকা অবস্থায়ও কোরআন স্পর্শ না করে তিলাওয়াত করা যায়। অজু না থাকা অবস্থায় মোবাইলেও কোরআন তিলাওয়াত করা জায়েজ যদি মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান থাকা কোরআনের আয়াত স্পর্শ না করে তিলাওয়াত করা সম্ভব হয়।কিন্তু অজু ছাড়া কোরআনের হার্ড কপি স্পর্শ করা যেমন নাজায়েজ, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত দৃশ্যমান থাকা অবস্থায় অজু ছাড়া আয়াতের ওপরের স্ক্রিন স্পর্শ করাও নাজায়েজ। যদি স্ক্রিনের ওপর স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে, তবুও কোরআনের লেখার ওপর অজু ছাড়া হাত দেওয়া নাজায়েজ। তবে মেবাইলের নিচের অংশ বা স্ক্রিনের পাশের খালি জায়গা স্পর্শ করা যাবে।অনেকে মনে করে ওপরে স্ক্রিন প্রোটেক্টর থাকলে কোরআনের লেখা তো অজু ছাড়া স্পর্শ করা হচ্ছে না, হাত প্লাস্টিক বা গ্লাসে লাগছে, তাই কোরআন দৃশ্যমান অবস্থায়ও স্ক্রিন অজু ছাড়া ধরা যাবে। এ রকম ধারণা সঠিক নয়। স্ক্রিনের ওপরের গ্লাস বা প্লাস্টিক যেহেতু মূল স্ক্রিনের সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত, তাতে হাতের স্পর্শও কার্যকর, তাই ওপরের গ্লাস বা প্লাস্টিক স্পর্শ করা লেখা স্পর্শ করার মতোই।