Islamic News BD - The Lesson of Peace
অনুমান করে কথা বলার পর করণীয় কী?
বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১৫:৫১ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

অনুমান করে কথা বল জঘন্য মিথ্যাচারের শামিল। কারও কোনো বিষয়ে ধারণা বা অনুমান করায় অনেক সময় অশান্তির সৃষ্টি হয়। বিষয় যা-ই হোক না কেন, অনুমান করে কথা না বলাই ভালো। কেননা অনুমান বা ধারণা করে কথা বলায় কোরআন ও সুন্নায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও যদি কেউ অনুমান করে কোনো কথা বলেলে তবে সঙ্গে সঙ্গে তার কী বলা উচিত?

হ্যাঁ, অনেকেই অনুমান করে অনেক কথা বলেন কিংবা মন্তব্য করেন। যদি একান্তই কেউ অনুমাননির্ভর কোনো কথা বলেন তবে সঙ্গে সঙ্গেই এ কথা বলা-

وَاللهُ اَعْلَمُ উচ্চারণ : ওয়াল্লাহু আঅলামু

অর্থ : আর আল্লাহ তাআলাই (বিষয়টি সম্পর্কে) বেশি (ভালো) জানেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা এবং ইসলামের সঠিক জ্ঞানের অনেক অনুসারীই এসব ক্ষেত্রে বলে থাকেন-وَاللهُ اَعْلَمُ ওয়াল্লাহু আঅলামু অর্থাৎ আর আল্লাহ তাআলাই (বিষয়টি সম্পর্কে) বেশি (ভালো) জানেন। <এ বিষয়গুলো স্মরণে রাখা জরুরি

কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অনুমাননির্ভর কথা বলা থেকে বিরত থাকার কথা যেমন বলেছেন অনুরূপভাবে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুমাননির্ভর কথা বলার ক্ষেত্রে সবাইকে সতর্ক করেছেন। পবিত্র কোরআনে এসেছে-

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡهِ مَیۡتًا فَکَرِهۡتُمُوۡهُ ؕ وَ اتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیۡمٌ

;হে মুমিনগণ! তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাক। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ বেশি তাওবা কবুলকারী, অসীম দয়ালু। (সুরা হুজরাত : আয়াত ১২)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো। কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যাচার। আর কারো দোষ খুঁজে অনুসন্ধান করো না গোয়েন্দাগিরি করো না পরস্পরকে ধোঁকা দিও না আর পরস্পরকে হিংসা করো না একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না। বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। (বুখারি)