Islamic News BD - The Lesson of Peace
ঘরের বাইরে যাদের নিরাপত্তায় আল্লাহই যথেষ্ট
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ১৫:৪২ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ঘরের ভেতর কি বাইরে; সব জায়গায় আল্লাহর নিরাপত্তাই মানুষের জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা ঘরের ভেতর কিংবা বাইরে তাদেরই নিরাপত্তা দান করবেন; যারা কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে। তবে এর ব্যতিক্রমও ঘটে; যা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। কিন্তু ঘরের বাইরে কারা আল্লাহর নিরাপত্তা পাবে? এ প্রসঙ্গে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দিকনির্দেশনা দিয়েছেন?

ঘর থেকে বাইরে যে কোনো কাজে বের হওয়ার সময় আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার কথা বলেছেন প্রিয় নবি। যারা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা মোতাবেক আমল করবে তারা থাকবে আল্লাহর নিরাপত্তায়। হাদিসের দুইটি বর্ণনা থেকে তা সুস্পষ্ট। তাহলো-

১. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘর থেকে বে হওয়ার সময় বলে-

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণ :বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি

অর্থ : আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপরই আমি নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া (মন্দে) বিরত থাকা ও কল্যাণ পাওয়ার শক্তি কারো নেই। < তখন তাকে বলা হয়, আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং তোমাকে সুরক্ষা ও সঠিক পথে দিশা দেওয়া হলো! এ কথা শুনে শয়তান তার কাছ থেকে সরে গিয়ে আরেক শয়তানকে বলে, এমন ব্যক্তির ক্ষেত্রে তোমার আর কী-ই বা করার আছে, যাকে সুরক্ষা ও সঠিক পথের দিশা দেওয়া হয়েছে এবং আল্লাহ যার জন্য যথেষ্ট। (ইবনে হিব্বান)

এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশ দিকে তাকিয়ে বিশেষ ৪টি বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যা মুসলিম উম্মাহর জন্য খুবই জরুরি। হাদিসে এসেছে-

যে আল্লাহ ঘরের বাইরে মানুষকে নিরাপত্তা দান করবেন; তিনি সবাইকে উল্লেখিত গুরুত্বপূর্ণ ৪টি বিষয় থেকেও মুক্তি দেবেন। যা দুনিয়া ও পরকালের কল্যাণে মুমিন মুসলমানের জন্য খুবই জরুরি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ঘর থেকে বের হলে হাদিসে বর্ণিত দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা। গুরুত্বপূর্ণ ৪টি বিষয় থেকে মুক্তি চাওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘর থেকে বের হওয়ার পর হাদিসের বর্ণিত দোয়া ও জিকিরগুলো নিয়মিত করার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।