Islamic News BD - The Lesson of Peace
হিজাব পরার বিধান কী?
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ১৭:৩৩ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

নারীর হিজাব পরা কি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নাকি অন্যের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করে তার পবিত্রতা ও সৌন্দর্যকে নিরাপদ রাখা? হিজাবের মূল উদ্দেশ্য কোনটি? তাহলে নারীরা কেন হিজাব পরবে? হিজাব পরার বিধানই বা কী?

হিজাব মহান আল্লাহ তাআলার নির্দেশ এবং নারী জাতির নিরাপত্তা ও মর্যাদার অন্যতম প্রতীক। ইসলামি শরিয়তও নারীর হিজাবের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছে। নারীর ইজ্জত-আব্রু হেফাজতে বিশেষ ভূমিকা পালন করে হিজাব। নারীর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এতে সমুন্নত এবং সুউচ্চ হয়।

হিজাব বা পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য কী? নারীর চলাফেরা, পোশাক-পরিচ্ছদ এবং রূপ-সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে যে সব শর্তারোপ করা হয়েছে তা শুধু তাকে সংরক্ষণ করার জন্যই। চলাফেরা, পোশাক-পরিচ্ছদ কিংবা সৌন্দর্যের প্রকাশের কারণে যে বিপর্যয় বা ক্ষতি হতে পারে তার সেসব পথ বন্ধ করার জন্যই হিজাব বা পর্দার বিধান দেওয়া হয়েছে। এটা নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ হবে এ জন্য নয় বরং নারীকে অন্যের লোলুপ দৃষ্টির ছোবল থেকে রক্ষা করা এবং তার পবিত্রতা ও সৌন্দর্যের মানকে সংরক্ষিত করাই হিজাব বা পর্দার বিধান দেওয়ার মূল উদ্দেশ্য।

হিজাব বা পর্দার মর্যাদা

হিজাব বা পর্দা মহান আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশ। এ নির্দেশ মেনে চলা প্রত্যেক নারী-পুরুষের জন্য ফরজ। শুধু পর্দা নয়, আল্লাহ এবং তাঁর রাসুলের সব নির্দেশ মেনে চলা প্রত্যেক নারী-পুরুষের জন্যই ফরজ। আল্লাহ তাআলা বলেন-

আল্লাহ এবং তাঁর রাসুল কোনো আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্নমত পোষণ করার কোনো অধিকার নেই। যে আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ অমান্য করবে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। (সুরা আহজাব : আয়াত ৩৬)

পর্দার বিধান সম্পর্কে আল্লাহর নির্দেশ-

১. ইমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন সাধারণত: প্রকাশমান স্থান ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। (সুরা নুর : আয়াত ৩১)

২. তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে; মূর্খতা যুগের অনুরূপ (বেপর্দা হয়ে) নিজেদের প্রদর্শন করবে না। (সুরা আহজাব : আয়াত ৩৩)

৩. তোমরা তাঁর স্ত্রীগণের কাছ থেকে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। (সুরা আহজাব : আয়াত ৫৩)

৪. হে নবি! আপনি আপনার স্ত্রী ও কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়।। (সুরা আহজাব : আয়াত ৫৯)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে ঘোষণা দেন- নারী হচ্ছে গোপন বস্তু। (তিরমিজি)

হিজাব বা পর্দা নারীর পবিত্রতা

হিজাব বা পর্দা পরা নারীরা খোলামেলা চলাফেরা করা নারীদের থেকে অনেক বেশি নিরাপদ। এতে নারীরা অন্যের দ্বারা হয়রানির শিকার থেকেও মুক্তি পায়। কোরআনে বিষয়টি এভাবে ওঠে এসেছে-

হে নবি আপনি আপনার স্ত্রী ও কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। (সুরা আহজাব : ৫৯)

নারী পর্দা বা হিজাবে নিজেকে ঢেকে রাখবে। এতে সে পূত-পবিত্রা ও সংরক্ষিতা থাকবে, হিজাব বা পর্দার পরার কারণেই তাকে কষ্ট দেওয়া হবে না; ফাসেক বা খারাপ লোকেরা তাকে উত্যক্ত করতে সুযোগ পাবে না। এখানে ইঙ্গিত করা হয়েছে যে, নারীর সৌন্দর্য অপরের কাছে প্রকাশ হলেই তাকে কষ্ট, ফিতনা ও অকল্যাণের সম্মুখীন হতে হয়।