Islamic News BD - The Lesson of Peace
রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে?
বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ ১৫:১৫ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

প্রশ্ন :রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কী?
উত্তর :রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। কারণ, তাতে মিষ্টি স্বাদ থাকে। আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। কিন্তু গলায় পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। তাই রমজান মাসে দিনের বেলায় মেসওয়াক করা চাই।

(আল বাহরুর রায়েক: ২/২৭৯)।