Islamic News BD - The Lesson of Peace
রোজাদার একে অপরকে যে দোয়া করবেন
বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১৫:৪৫ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ। একজন রোজাদার আরেক জন রোজাদারের জন্য রহমত বরকত পাওয়ার মাধ্যম আবার গুনাহ মাফের উপায়। পরস্পর দোয়া করলে আল্লাহ উভয়কে কল্যাণ দান করবেন। রমজানে এ সুযোগ সবচেয়ে বেশি। এ সময়টিতে সবার মন থাকে উদার। পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া-মায়া থাকে বেশি। এটি রমজান ও রোজার বরকত।রোজাদাররা একজন আরেক জনের দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর তা যদি ইফতারের আগে, নামাজের সময়ে হয় তবে তা কবুল হওয়ার সম্ভাবন আরও বেশি। তাই প্রত্যেক রোজাদার একজন আরেক জনের জন্য ছোট্ট একটি দোয়া করতে পারেন। আর তাহলো কল্যাণ ও শুভ কামনার ছোট্ট একটি দোয়া-


أَضْحَكَ اللهُ سِنَّكَ   উচ্চারণ :আদহাকাল্লাহু সিন্নাকা

অর্থ :আল্লাহ আপনাকে সব সময় হাসি-খুশি রাখুন। (বুখারি)

একজন মুসলমানের জন্য আরেক জন মুসলমানের কল্যাণে এর চেয়ে উত্তম দোয়া আর কী হতে পারে! এভাবে একে অপরের কল্যাণে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা পরস্পরের দোয়া কবুল করবেন। উভয়ে পাবেন সমান কল্যাণ ও বরকতের সমান সওয়াব।আল্লাহ তাআলা হাদিসের ছোট্ট ছোট্ট দোয়াগুলোর আমল করার তাওফিক দান করুন। রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।