Islamic News BD - The Lesson of Peace
নবিজী (সা.) সন্ধ্যায় যেসব দোয়া করতেন
সোমবার, ১৩ জুন ২০২২ ১৬:৩৯ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সন্ধ্যা হলে আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-

أَمْسَيْنَا উচ্চারণ : আমসাইনা

অর্থ : আমরা সন্ধ্যায় উপনীতি হয়েছি;

وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، উচ্চারণ : ওয়া আমসাল মুলকু লিল্লাহ

অর্থ : আর আল্লাহর উদ্দেশ্যে সন্ধ্যায় উপনীত হয়েছে (তাঁর) রাজত্ব;

وَالْحَمْدُ لِلَّهِ উচ্চারণ : ওয়াল হামদুলিল্লাহ

অর্থ : সব প্রশংসা কেবল আল্লাহর জন্য لَا إِلَهَ إِلَّا اللهُ، উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহ

অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، উচ্চারণ : ওয়াহদাহু লা শারিকা লাহু

অর্থ : তিনি একক; তাঁর কোনো অংশীদার নেই لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ উচ্চারণ : লাহুল মুলকি ওয়া লাহুল হামদু

অর্থ : রাজত্ব তাঁর; প্রশংসাও তাঁর وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، উচ্চারণ : ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। رَبِّ أَسْأَلُكَ خَيْرَ উচ্চারণ : রাব্বা আসআলুকা খাইরা।

অর্থ : রব আমার; আমি তোমার কাছে সেই কল্যাণ চাই। مَا فِي هَذِهِ اللَّيْلَةِ উচ্চারণ : মা ফি হাজাল-লাইলাতি وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ উচ্চারণ : ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ।

অর্থ : আর আল্লাহর উদ্দেশ্যে সকালে উপনীত হয়েছে তার রাজত্ব। এরপর তিনি উপরোক্ত কথাগুলো বলতেন। (মুসলিম, নাসাঈ, আবু দাউদ, তিরমিজি, মুসান্নাফে ইবনে আবি শায়বা)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সন্ধ্যায় ও সকালে নবিজীর শেখানো এ দোয়ার আমল নিয়মিত করার প্রতি মনোযোগী। যার মাধ্যমে দুনিয়ার যাবতীয় অকল্যাণ থেকে বেঁচে থেকে কল্যাণময় জীবন পাওয়ার সুবর্ন সুযোগ রয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সন্ধ্যায় সময় নবিজীর আমলি দোয়া পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।