Islamic News BD - The Lesson of Peace
প্রতিশোধের অন্তর্নিহিত তাগিদকে নিয়ন্ত্রণ করতে শিখুন
শুক্রবার, ২৪ জুন ২০২২ ১৭:১৭ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

এক. আমরা ক্রুদ্ধ এক সময়ে বাস করি। সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা এটিকে আরো খারাপ করে তোলে। প্রতিশোধ নেয়ার জন্য আপনার অন্তর্নিহিত তাগিদকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনাকে সবকিছুর উত্তর দিতে হবে না। আপনি যখন লাল সঙ্কেত দেখতে শুরু করবেন তখন যদি ধীর না হন তবে আপনি আপনার জীবনের উল্লেখযোগ্য তি করতে পারেন। শান্তি বজায় রাখুন।


দুই. সর্বশক্তিমান। এই বরকতময় দিনে, আপনার পরীা থেকে আমাদের হেফাজত করুন এবং তগুলো নিরাময় করুন যা আমরা দীর্ঘদিন ধরে ভিতরে রেখেছি। আপনি আমাদের পথে যা কিছু পাঠান তার মধ্য দিয়ে যেতে আমাদের উত্তম ধৈর্য দান করুন। আমাদের অসুবিধা থেকে মুক্তির পথ দেখান। আমাদের ঈমানে অটল রাখুন। আমীন।