Islamic News BD - The Lesson of Peace
পরকালে অপমান থেকে বাঁচার দোয়া
শনিবার, ২৩ জুলাই ২০২২ ১৮:৫৩ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

পরকালের লাঞ্ছনা, অপমান ও শাস্তি থেকে মুক্তি কে না চায়। আল্লাহর রহমতে সিক্ত ব্যক্তিরাই পাবে পরকালের মুক্তি ও নাজাত। মহান আল্লাহ বান্দাকে পরকালে হেয় প্রতিপন্ন হওয়া থেকে মুক্তির জন্য কোরআনুল কারিমে একটি প্রার্থনা তুলে ধরেছেরন। কী সেই দোয়া? আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পরকালের অপমান থেকে বেঁচে থাকতে আল্লাহর শেখানো ভাষায় তাঁরই কাছে প্রার্থনা করা জরুরি। তিনি যদি বান্দার প্রতি দয়া করেন, তবেই মুক্তি। তাই পরকালের অপমান থেকে বাঁচতে আল্লাহর কাছে এভাবে বেশি বেশি দোয়া করা-

رَبَّنَا وَ اٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَ لَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ

উচ্চারণ : রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ; ইন্নাকা লা তুখলিফুল মিয়আদ।

অর্থ : হে আমাদের রব! আপনি আমাদেরকে আপনার রাসুলগণের মাধ্যমে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা দান করুন। আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। (সুরা আল-ইমরান : আয়াত ১৯৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুলের দিনক্ষণ ও সময়গুলোসহ সব সময় এ দোয়া বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।