Islamic News BD - The Lesson of Peace
আল্লাহর অনুগ্রহ পাওয়ার দোয়া
শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ ১৬:৫৫ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

আল্লাহর অনুগ্রহ কে না চায়, সবাই চায় সঠিক পথের দিশা। আল্লাহর অনুগ্রহ। পথভ্রষ্টতা ও গোমরাহি থেকেও মুক্তি চায় মুমিন মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এমনই একটি আবেদন তুলে ধরেছেন ঈমানদারদের জন্য। কী সেই দোয়া?

কোরআনুল কারিমের একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা। নামাজে সুরাটি পড়া বাধ্যতামূলক। এ সুরার শেষ দুই আয়াতে আল্লাহ তাআলা অনুগ্রহ ও সঠিক প্রাপ্তি আবেদন এবং পথভ্রষ্টতা ও গোমরাহি থেকে মুক্তির বিষয়টি তুলে ধরেছেন এভাবে-

اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ - صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡهِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ উচ্চারণ : ইহদিনাস সিরাত্বাল মুসতাক্বিম; সিরাত্বাল্লাজিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দ্বাল্লিন।

অর্থ : আমাদের সরল সঠিক পথ দেখান; তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন; তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট ও গোমরাহ। (সুরা ফাতেহা : আয়াত ৬-৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ ও সঠিক পথে চলার দোয়া কামনা করার তাওফিক দান করুন। আমিন।