Islamic News BD - The Lesson of Peace
যাদের পাপের শাস্তি দুনিয়াতেই হবে
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৩ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

আল্লাহ তায়ালা যে জাতিকে ভালোবাসেন, তাকে নানা ধরনের পরীক্ষায় ফেলেন। নেক বান্দার পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন বলে হাদিসে উল্লেখ রয়েছে।হজরত আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ যখন তার কোনো বন্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তখন দুনিয়াতেই তার (পাপের) শাস্তি ত্বরান্তিত করেন। আর তিনি যখন তার কোনো বান্দার প্রতি অমঙ্গলের ইচ্ছা করেন, তখন তাকে (দুনিয়াতে) তার পাপের শাস্তি দান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করবেন। নবী (সা.) আরও বলেন, কষ্ট বেশি হলে সাওয়াবও বেশি। আর আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি এ পরীক্ষায় সন্তুষ্ট থাকে, তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়, তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। ইমাম তিরমিযী এই হাসিদটি বর্ণনা করেছেন এবং তিনি একে হাসান হাদিস আখ্যা দিয়েছেন।