Islamic News BD - The Lesson of Peace
খুশির সংবাদ পেলে যে দুই আমল করতে হয়
রবিবার, ০২ অক্টোবর ২০২২ ১৫:০০ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

হাসি-কান্না, দুঃখ-বেদনা, আনন্দ-ব্যথা, উত্থান-পতন এসব অবস্থায় কী করতে হবে, এ সম্পর্কে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। খুশির সংবাদ শুনলে কী করতে হবে, এ ব্যাপারে সুন্দর আমল প্রকাশ পেয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে। খুশির সংবাদ শুনলে তিনি কী করতেন আর উম্মতের আমল কী হবে, তা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়-

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনন্দের সংবাদ আসলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ সেজদায় পড়ে যেতেন। (আবু দাউদ তিরমিজি মিশকাত) 

২. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনন্দের সময় আল্লাহু আকবার বলে আনন্দ প্রকাশ করতেন। (বুখারি)

উম্মাতে মুসলিমার উচিত, আনন্দ কিংবা খুশির সংবাদ পেলেই মহান আল্লাহর সেজদা করে শুকরিয়া আদায় করা। পাশাপাশি আল্লাহু আকবার তাকবির দেওয়ার মাধ্যমে খুশির বহিঃপ্রকাশ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে খুশির সংবাদে সেজদা আদায় এবং তাকবির বলার মাধ্যমে সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।