Islamic News BD - The Lesson of Peace
বিপদ এলে যেভাবে আল্লাহর সাহায্য চাইবেন
রবিবার, ০৬ নভেম্বর ২০২২ ১৬:৩৭ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

কারো ওপর বিপদ এলে কীভাবে আল্লাহর সাহায্য চাইবেন তা ঘোষণা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার এই আমলটি প্রায় সকলেই জানেন কিন্তু মানেন না। জানলেও অনেকে এর প্রয়োগ করেন না। আবার করলেও তা খুব কম। আমলটি কী?

হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,তোমাদের কারো ওপর বিপদ এলে সে যেন বলে-

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي، فَآجِرْنِي فِيهَا، وَأَبْدِلْ لِي بِهَا خَيْرًا مِنْهَا উচ্চারণ :ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাঝিউন; আল্লাহুম্মা ইংদাকা আহতাসিবু মুসিবাতি। ফাআঝিরনি ফিহা। ওয়া আবদিল লি বিহা খাইরাম মিনহা।

অর্থ :আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তাঁর কাছে ফিরে যাবো। হে আল্লাহ! আমি আপনার কাছেই আমার বিপদের কথা পেশ করছি। সুতরাং আমাকে এর উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণকর বস্তুতে পরিবর্তন করে দিন।(আবু দাউদ ৩১১৯, ইবনু মাজাহ ১৫৯৮)