Islamic News BD - The Lesson of Peace
শয়তানের ফাঁদ থেকে দূরে থাকুন
বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩ ০০:১৪ পূর্বাহ্ন

Islamic News BD - The Lesson of Peace

একটি নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণ জীবনের জন্য গসিপ শোনা ছেড়ে দিন এবং অন্যরা আপনার সম্পর্কে যা বলছে তা উপেক্ষা করতে শিখুন। সব কিছুর মধ্যে ভালোর সন্ধান করুন। ইতিবাচক হতে শিখুন এবং ভালো কাজ ছড়িয়ে দিন। আপনার জীবনের জন্য সর্বদা কৃতজ্ঞ হওয়ার বিষয়টি মনে রাখবেন। আর বাকি সব সর্বশক্তিমানের হাতে ছেড়ে দিন।
পুনশ্চ : গুজব বিপজ্জনক এবং অবশ্যই পাপ। এটি আপনাকে সৎলোকদের ঘৃণা করতে এবং ভণ্ডদের ভালোবাসতে সহায়তা করতে পারে। সুতরাং সাবধান হোন।