Islamic News BD - The Lesson of Peace
শত্রুর সাথে যুদ্ধ কামনা না করা
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩ ০০:৩০ পূর্বাহ্ন

Islamic News BD - The Lesson of Peace

আবু ইবরাহিম আব্দুল্লাহ ইবনু আবি আওফা রা: থেকে বর্ণিত- শত্রুর সাথে মোকাবেলার কোনো একদিন রাসূলুল্লাহ সা: অপেক্ষা করলেন (অর্থাৎ যুদ্ধ করতে বিলম্ব করলেন)। অবশেষে যখন সূর্য ঢলে গেল, তখন তিনি লোকদের মধ্যে দাঁড়িয়ে বললেন, ‘হে লোকেরা! তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ (যুদ্ধ) কামনা করো না এবং আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কিন্তু যখন শত্রুর সামনাসামনি হয়ে যাবে, তখন তোমরা দৃঢ়তার সাথে যুদ্ধ করো! আর জেনে রেখো যে, জান্নাত আছে তরবারির ছায়ার নিচে।’ এরপর তিনি দোয়া করে বললেন, ‘হে কিতাব অবতীর্ণকারী, মেঘ সঞ্চালনকারী এবং শত্রু সবাইকে পরাজিতকারী! তুমি তাদেরকে পরাজিত করো এবং তাদের মোকাবেলায় আমাদের সাহায্য করো।’
-বুখারি : ২৮১৯, মুসলিম : ১৭৪১, তিরমিজি : ১৬৭৮, রিয়াদুস সলেহিন : ৫৪