এক ইলাহই তোমাদের আল্লাহ। সুতরাং যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা দাম্ভিক। নিঃসন্দেহে আল্লাহ জানেন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে। অবশ্যই তিনি দাম্ভিকদের পছন্দ করেন না। -সূরা আন নাহল, আয়াত : ২২-২৩