Islamic News BD - The Lesson of Peace
আল্লাহ্‌র দিকে দাওয়াত
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ০১:১৯ পূর্বাহ্ন

Islamic News BD - The Lesson of Peace

আল্লাহ্‌র দিকে দাওয়াত দেওয়া সর্বাধিক মহান, নৈকট্য অর্জনকারী বিষয়। এজন্যই এই কাজটি সম্পাদন করেছেন সৃষ্টির সেরা ব্যক্তিত্ব-তথা নবী-রাসূলগণ। আর ইহাই এই দাওয়াতের ফযীলতের প্রমাণ হিসাবে যথেষ্ট। কারণ আমরা সমগ্র মানুষকে জীবনের প্রকৃত দায়িত্বের দিকে আহ্বান করছি। আর তাহল যথাযথভাবে আল্লাহ তা'আলার দাসত্ব করা। মহান আল্লাহ এরশাদ করছেনঃ

আমি জিন ও মানবজাতীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্যে। (আয্‌ যারিয়াতঃ৫৬)।