Islamic News BD - The Lesson of Peace
আল্লাহ্‌র পথে দাওয়াত দেওয়ার বিধান কি? কার উপর এই দায়িত্ব বর্তায়?
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ০১:২০ পূর্বাহ্ন

Islamic News BD - The Lesson of Peace

আল্লাহর পথে দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলিম নর-নারীর উপর নিজ নিজ সাধ্যানুযায়ী ওয়াজিব। কারণ মহান আল্লাহ্‌ বলেনঃ

 

'তোমাদের মাঝে এমন একটি দল হওয়া উচিত। যারা কল্যাণের পথে আহ্বান করবে, আর ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে নিষেধ করবে।' (সূরা আলে ইমরানঃ১০৪)

মহান আল্লাহ্‌ আরো বলেন:

 

'তোমরাই হলে সর্বোত্তম জাতি, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যণের জন্য। তোমরা ন্যায়ের আদেশ করবে এবং অন্যায় থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে।' (আলে ইমরানঃ ১১০)।