আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- এক অতিশয় সুন্দর ব্যক্তি নবী সা:-এর নিকট এসে বলল, সৌন্দর্য আমার অতি প্রিয়, আর আমাকে সৌন্দর্য দান করা হয়েছে যা আপনি দেখছেন। এমনকি আমি এতটুকুও পছন্দ করি না যে, জুতার ফিতা বা তার লাল অগ্রভাগের সৌন্দর্যের দিক দিয়েও কেউ আমাকে ডিংগিয়ে যাক। এটা কি অহঙ্কার? তিনি বলেন : না, বরং অহঙ্কার হলো সত্য থেকে বিমুখ হওয়া এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা। - দারিমি, তিরমিজি, আদাবুল মুফরাদ-৫৫৮