Islamic News BD - The Lesson of Peace
শাবান মাসে নফল রোজা
সোমবার, ০৬ মার্চ ২০২৩ ০০:৪৮ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace


আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘নবী সা: শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন না। নিঃসন্দেহে তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন।’ অন্য বর্ণনায় আছে, ‘অল্প কিছু দিন ছাড়া তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন’।
-বুখারি-৪৩, ১১৩২, মুসলিম-৭৪১, ৭৮২, নাসায়ি-৭৬২, আবু দাউদ-১৩১৭, রিয়াদুস সালেহিন-১২৫৫