Islamic News BD - The Lesson of Peace
যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ ০০:৩৩ পূর্বাহ্ন

Islamic News BD - The Lesson of Peace

উসামাহ বিন জায়েদ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখি তত অন্য কোনো মাসে তো রাখতে দেখি না, (এর রহস্য কী)?’ উত্তরে তিনি বললেন, ‘এটি তো সেই মাস, যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন, যা হলো রজব ও রমজানের মাঝে। আর এটি তো সেই মাস; যাতে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমলগুলো পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, সিয়াম রাখা অবস্থায় আমার আমল (আল্লাহর কাছে) পেশ করা হোক।’
-আহমাদ-২১৭৫৩, নাসায়ি-২৩৫৭, সহিহ তারগিব-১০০৮