Islamic News BD - The Lesson of Peace
চার ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৬:১৩ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর বিধান পালনের মাধ্যমে নিজেকে ইবাদতে নিয়োজিত করে। ব্যক্তি জীবনে বিলাসিতা বর্জন করে। ধন-সম্পদের অহমিকা থেকে দূরে থাকে। আল্লাহর জন্য আত্ম-সম্মানবোধ, প্রশংসা কিংবা তিরস্কারকে মাথা পেতে নেয়।

আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে হলে ৪টি কাজ করা জরুরি। যে চার কাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হবে। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি সেসব ব্যক্তির পরিচয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এভাবে-

১. যারা ইবাদত বন্দেগি তথা আল্লাহর বিধান পালনে দুনিয়ার জীবনের আরাম-আয়েশ থেকে নিজেদের বিরত রাখে

২. নিজের কাছে গচ্ছিত কিংবা নিজের উপার্জিত ধন সম্পদ কম বেশি যা ই থাকুক তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে।

৩. কোনো কারণে নিজের সম্মান ও র্যাদা বিনষ্ট হলে তাতে অসন্তুষ্ট না হয়ে খুশি থাকে

৪. নিজের ব্যাপারে মানুষের প্রশংসা কিংবা তিরস্কার সবই যার কাছে সমান

কোনো ব্যক্তির দুনিয়া ও পরকালের জীবন সুন্দর ও নিরাপদ করার জন্য এ গুণগুলোর বিকল্প নেই। সুতরাং আরাম-আয়েশ থেকে বিরত থেকে অহংকারহীন সাধারণ জীবন-যাপনের মাধ্যমে নিজেকে আল্লাহর বিশেষ বান্দায় পরিণত করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাধারণ জীবন-যাপনের মাধ্যমে দুনিয়ার স্বচ্ছতা ও পরকালের সফলতা দান করুন। আমিন।