সপ্তাকাশ, এই পৃথিবী এবং এগুলোর মধ্যে যারাই আছে, সবাই তাঁরই তাসবিহ করছে। এমন কোনো বস্তু নেই যা তাঁর প্রশংসাসহ তাসবিহ করছে না। তবে তোমরা তাদের তাসবিহ অনুধাবন করতে পারো না। নিশ্চয়ই তিনি অতীব সহনশীল ও মহা ক্ষমাপরায়ণ। -সূরা বনি ইসরাঈল, আয়াত-৪৪