এতো আমার অনুগ্রহ, আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে জলে-স্থলে সওয়ারি দান করেছি, তাদেরকে পাক-পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি এবং নিজের বহু সৃষ্টির ওপর তাদেরকে সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি। -সূরা বনি ইসরাঈল, আয়াত-৭০